Join Now

আমরা সবাই কিছুটা হলেও অবগত আছি যে, আমরা যে সকল কাজ করবো তা সবই দেশের বাইরে বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন মার্কেটপ্লেসের মাধ্যমে। মার্কেটপ্লেসে বিভিন্ন দেশের লোক থাকে সবাই ইংরেজি ইন্টারনেশনাল ভাষা হওয়ার কারনে ইংরেজি টাই সবার পছন্দ।
যাতে করে মনে হবে সবাই এখানে এক দেশের মানুষ, তাই সবার সাথে কথা বলতে কাজ করাতে এবং কাজ করতে অনেক সুবিধা হয়।
আপনি যেই কাজ ই করেন না কেন , ওয়েব ডিজাইন ও ডেভলমেন্ট হোক, গ্রাফিক্স ডিজাইনই হোক আপনাকে ইংরেজি জানতেই হবে।
না হলে যদিওবা কাজ পেয়ে যান তবে কাজ শেষ করতে পারবেন না, কারন বায়ার যা চাইতেছে তা আপনি বুঝতেই পারেন নাই।
ফ্রিল্যান্সিং এ আরো বিভিন্ন কাজে ইংরেজি এর ব্যবহার করা হয় যেমন,
অনেকসময় কাজ বুঝিয়ে দেওয়ার জন্য বায়ার মিটিং এর ব্যবস্থা করে থাকে। তখন আপনি ইংরেজি তে দুর্বল হলে মিটিং এর অবস্থা খারাপ হতে বেশি দেরি করতে হবেনা।
পেমেন্ট এর বিষয়ে সঠিক আলোচনা করার ক্ষেত্রে ইংরেজি খুবই প্রয়োজন কারন আপনার কাজ অনুযায়ী তার কাছে পেমেন্ট দাবি করা ।তাকে বুঝে নেওয়া তার সাথে কাজ করা কতটা ভালো মন্দ।
পরিশেষে মুটামুটি কাজ শেষ করতে পারলেও আপনার কাজের আসল মূল্য আপনি পাবেন না।
কারন আপনি ভাষা ভালো না বুঝলে বায়ারের কিন্তু অনেক কস্ট হয়। সে আপনার কাজে কখনো খুশি হতে পারবেনা। যতই আপনি ভালো কাজ করে দেন।