Ad Code

Happy freelancing

 আমরা প্রতিদিন নানা রকম বিষয় এর উপর , কিছু না কিছুর উপর পরে থাকি। মোবাইল এ অনেক ভালো অ্যাপ ব্যবহার করে,অনেক এ আবার অনেক ফালতু বিষয় বস্তু এর উপর পরে থাকে। পড়াশোনা পাশাপাশি মোবাইল আমরা সবাই ব্যবহার, করি, আর এই মোবাইল ব্যবহার না করলে মনে, কি যে জেনো বাদ গেলো, আজকের দিন থেকে এই রকম মনে হয়।

মোবাইল এ আমরা কমবেশি সবাই অনেক অ্যাপ ব্যবহার করি।😊
তার মধ্যে কার্যকারি অ্যাপ গুলোর মধ্যে গুগল এর, Google translator অ্যাপ টা এর গুরুত্বপূর্ণ অপরিসীম, অনেক এর কাছে।
Google translator এর মাধ্যমে আমরা যে কোনো ভাষার লেখা, আমরা আমাদের নিজের ভাষায় তা পড়তে পারি।
অনেক এই অ্যাপ টি ব্যবহার করে এর সুবিধা পাচ্ছে।
আসুন মোবাইল এর কার্যকারি অ্যাপ গুলো ব্যবহার করি,অকাজের অ্যাপ গুলো ব্যবহার থেকে বিরত থাকি।
#happy freelancing

Post a Comment

0 Comments

Close Menu