Ad Code

ডিজিটাল মার্কেটিং কেন করব?

  ডিজিটাল মার্কেটিং কেন করব?

যে সকল কারণে আপনি ডিজিটাল মার্কেটিং করবেনঃ- 



১ঃকম খরচে প্রচারপ্রচারণা
ডিজিটাল মার্কেটিং এর অনেক সুবিধা রয়েছে তার মধ্যে একটি হলো কম খরচে প্রচারণা  যেহেতু আপনি ইন্টারনেটের সাহায্যে আপনার ব্যবসার প্রচারণা করবেন ফলে খরচ অনেক কমে যাবে। যেমন ধরেন প্রিন্টিং মিডিয়া গ্রাহকের সাথে মুখোমুখি  প্রচারনা করতে গেলে অনেক খরচ, তা খরচ করতে গেলে আপনার ব্যবসার সাধ্যের বাইরে চলে যেতে পারে, ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে আপনি আপনার গ্রাহক ও কাস্টমারের কাছাকাছি যেতে ও পারবেন সফল ও হবেন ইনসাললাহ।  
২ঃসহজে গ্রাহক খুজে পাবেনঃ
আপনি অতি সহজেই আপনার ব্র্যানড পন্যের জন্য  গ্রাহক খুজে পাবেন। কারন বতমান যুগ ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ।এখন অধিকাংশ ভোক্তায় অনলাইনের মাধ্যমে তার  প্রয়োজনীয়তা পন্য খুঁজে থাকেন। কারণ এতে করে তাদের সময় ও বেঁচে যায়।সহজে পন্য ও পাওয়া যায়। ঘরে বসেই তারা তাদের জিনিস তারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও খুব সহজে পন্যের রিভিউ খুঁজে পেতে পারেন। ভোক্তারা অন্যন্যা সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম লিনকেডিন এসবের তুলনায় ফেসবুক সবার উপরে। ফেসবুকে সহজেই পেজ বা গ্রুপ খুলে  গ্রাহক পাবেন। তবে কেনাকাটা জন্য তারা বিভিন্ন  ই-কমার্স ওয়েবসাইট ও ভিজিট করে থাকে। সাচ ইনজিন সাচ এর মাধ্যমে এসকল সাইট ভিসিট করে এখানে ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

৩ঃ গ্রাহকের সাথে সহজে সম্পক স্হাপন
আপনি যদি আপনার ব্যবসায় কে সোশ্যাল মিডিয়া তে যুক্ত করেন। তবে খুব দূত এ সহজে সম্পক স্হাপন করতে পারেন। কারন সোশ্যাল মিডিয়া তে টু ওয়ে কমুনিকেশন করা খুব সহজ। এতে করে  ব্র্যানডের  প্রচারনের পাশাপাশি পন্য সমপকে সবার  প্রতিক্রিয়া ও জানতে পারবেন। কাস্টমারের সাথে ভালো সম্পক তৈরি করা ব্যবসার একটি  গুরুত্বপূর্ণ কাজ। এতে করে কাস্টমারের পছন্দ  ও অপছন্দ  সহজেই জানা যায় ডিজিটাল মার্কেটিং করলে। যা প্রচলিত মাকেটিং পদ্ধতিকে খুবই কস্টকর ছিল। 

৪ঃ মাকেটিং টেনড সহজে সনাক্ত করা যায়ঃ
আপনি যদি ব্যবসার করতে চান অনলাইনে।  তাহলে আপনাকে অবশ্যই টেনড মেনে চলতে হবে।  মার্কেটিং  পদ্ধতি  টেন্ডের সাহায্য পরিবর্তন করা হয়। আর সহজে টেনড সনাক্ত করার উপায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনার ব্যবসার কে সহজে এগিয়ে নিতে সাহায্যে করবে গুগল টেনড।  উপযুক্ত টেনড নিবাচন করে এগিয়ে যেতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। 

৫ঃ সহজে ট্যাকঃ
 ডিজিটাল মার্কেটিং এর সাহায্য আপনি সহজে  আপনার কাস্টমার কারা কারা তা জানতে পারবেন - যেমন আপনি যদি একটি ওয়েবসাইট খুলেন তবে গুগল আনালায়াকসি ব্যবহার করে সহজে ওয়েবসাইটের ভিসিটর সংখ্যা, আপনার রেভিনিউ,  সিপিসি, সিটিআর, আপনার ব্র্যানড বা  প্রোডাকটের সম্পকে জানতে পারবে। এছাড়াও লাইভ করে বা ইউটিউবে ভিডিও করে এর মাধ্যমে আপনার কেনাবেচা আরো বাডাতে পারেন।

Post a Comment

0 Comments

Close Menu