কোন কোর্সগুলো ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে বাংলাদেশে অধিক জনপ্রিয়?
ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্যে কোর্স করার পূর্বে, কোন কোর্সগুলো বাংলাদেশে অধিক জনপ্রিয় এ প্রশ্নটার উত্তর সম্পর্কে স্পষ্ট ধারণা আপনার অবশ্যই থাকতে হবে? কেননা কোনো কোর্স তখনই জনপ্রিয় হয় যখন অধিক সংখ্যক মানুষ কোর্সটি করে থাকে। আর এর কারণ হলো কোর্স শেষে সফলতার হার বেশি বা কাজের সুযোগ বেশি।
ICT Division এর তথ্য মতে, প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে নিম্নের কোর্সগুলোকে ফ্রিল্যান্সিং এর জন্য জনপ্রিয় বলা হয়েছে-
☑Graphic Design
☑Logo Design
☑Website Design
☑Digital Marketing
☑Interior Design
☑Facebook Marketing
☑YouTube Video Marketing
☑Mobile App Development
☑UX/UI Design
☑3D Animation
অনলাইন মার্কেটপ্লেসে এই বিষয়গুলো সম্পর্কিত কাজের ক্ষেত্র বর্তমানে অনেক বেড়েছে। পাশাপাশি দেশের মার্কেটেও সাম্প্রতিক সময়ে এই ক্ষেত্রগুলোতে কাজের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ফলে এই বিষয়গুলোর প্রতি সকলের একটা ঝোঁক কাজ করে। এ কারণেই দেশের মার্কেটে কোর্সগুলো এতটা জনপ্রিয়।
তাই বলে যে বিষয়টিতে আয় বেশি বা সবাই যে বিষয়গুলো নিয়ে কাজ করছে সেগুলো নিয়েই আপনাকে কাজ করতে হবে বিষয়টি এমন নয়। প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় আপনার আগ্রহ। তাই প্রশিক্ষণ নেওয়ার পূর্বে আপনার পছন্দের ক্ষেত্র সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। আপনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সার্বিক সহযোগিতায় আছে Success Biz Family
অনলাইন সেমিনারে অংশ নিয়ে জেনে নিন আপনার সকল প্রশ্নের উত্তর।
👉সেমিনারে অংশ নিতে রেজিস্ট্রেশন করুনঃ
👉তারিখঃ ১৭/০৬/২০২১ইং
👉বারঃ বৃহস্পতিবার
👉সময়ঃ রাত ০৯.০০টা
ইনবক্স করুনঃ
📞 কল করুনঃ
01936146126
🔴 সরাসরি Virtual Counselling নিনঃ
Zoom Meeting ID: 856 236 6026
(সপ্তাহে ৭দিন সকাল ৯.০০টা থেকে সন্ধ্যা ৭.০০টা)
⭐ আমাদের ঠিকানাঃ
সাকসে্স বিজ ফ্যামেলি
কাজীর ডেউড়ি, ভিআপি টাওয়ার( তয় তলা)
কোতোয়ালী,৪০০০
চট্টগ্রাম।