Ad Code

#মেয়েদের_জন্য_ফ্রিল্যান্সিং_হতে_পারে_সফল_পেশা

 #মেয়েদের_জন্য_ফ্রিল্যান্সিং_হতে_পারে_সফল_পেশা


মেয়েদের জন্যও ফ্রিল্যান্সিং শেখা খুবই গুরুত্বপূর্ণ। হতে পারেন আপনি নবাব সিরাজ ভাইয়ের মেয়ে। কিন্তু আপনাকেও কাজ করতে হবে। যারা জীবনে বড় কিছু করতে পেরেছে, অবশ্যই কাজের মাধ্যমেই করেছে।
#ফ্রিল্যান্সিং মেয়েদের জন্য কেনো গুরুত্বপূর্ণ?
১. আমাদের দেশে এখন ধর্ষণ এর সংখ্যা বেশি। যার কারণে বাইরে কাজ করা ঝুঁকিপূর্ণ।
২. আমাদের সমাজের নিয়ম ছিলো ছেলেরা বাইরে কাজ করবে আর মেয়েরা বাসায় থাকবে। কিন্তু এখন বর্তমান যুগের শ্বশুর-শাশুড়ির ইচ্ছে থাকে আপনিও কোনো একটা কাজ করুন। আর যার কারণে আপনাকে বাইরে যেতে হবে।

৩. আমাদের দেশের মেয়েরা সবাই পর্দা করে না। কিন্তু তার মধ্যেও অনেকেই আছেন, যারা পর্দা করেন। আর তাদের জন্য বাড়ির বাইরে গিয়ে কাজ করাটা অসম্ভব। তাই ফ্রিল্যান্সিং শিখলে ঘরে বসেই কাজ করতে পারবেন।

যে বোনের ছাত্রী / গৃহিণী আছেন মনের ইচ্ছে শক্তি থাকলেই শুরু করতে পারেন। যতরকম সাপোর্ট প্রয়োজন দিব ইনশাআল্লাহ।

অনলাইন মার্কেট প্লেস এ অনেক প্রকার এর কাজ আছে। আপনি যেকোনো একটা কাজ শিখে আপনার ফ্রিল্যান্সার লাইফ শুরু করতে পারেন। অনলাইনে কাজ শিখে নিলে তারপর খুবই সিম্পল।

আপনাকে সারাদিন মোবাইল/কম্পিউটার নিয়ে বসে থাকতে হবে না। যখন কোনো একটা কাজ পাবেন তখন শুধু কাজ টা করবেন। অনলাইনে অনেক সফল মেয়ে ফ্রিল্যান্সার আছে। তাঁদের অনুসরণ করে দেখুন।🤗

Post a Comment

0 Comments

Close Menu